Image

Welcome To

National Institute of Engineering & Technology (NIET)
Admission On Going Computer Technology  Electrical Technology Mechanical Technology Civil Technology Marine Technology Shipbuilding Technology Surveying Technology Automobile Technology Shipbuilding Technology Architecture Technology
Image Not Found

মেরিন টেকনোলজীতে কর্মসংস্থান :

বিভিন্ন জাহাজে ( কার্পো জাহাজ, তেল এবং গ্যাস বহন করে এমন জাহাজ, মাছ শিকার করে এমন জাহাজ) ইত্যাদি।

২.বিভিন্ন পাওয়ার প্লান্ট ( বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ) যেখানে জাহাজের ইঞ্জিন ব্যাবহৃত হয়।

৩. গ্যাস টারবাইন পাওয়ার প্লান্ট—এ।

৪. বিভিন্ন ইঞ্জিন সাপ্লায়ার প্রতিষ্ঠানে যেমন—ক্যাটারপিলার, ম্যান, আটছিলা ইত্যাদি।

৫. বিভিন্ন ডকইয়ার্ড—এ ইত্যাদি।

শিপ বিল্ডিং টেকনোলজীতে কর্মসংস্থান:

১. বিভিন্ন জাহাজে।

২. বিভিন্ন ডকইয়ার্ড এবং শীপইয়ার্ড—এ।

৩. জাহাজের নকসা তৈরি করে এমন ডিজাইন হাউজ—এ ইত্যাদি।