মেরিন টেকনোলজীতে কর্মসংস্থান :
বিভিন্ন জাহাজে ( কার্পো জাহাজ, তেল এবং গ্যাস বহন করে এমন জাহাজ, মাছ শিকার করে এমন জাহাজ) ইত্যাদি।
২.বিভিন্ন পাওয়ার প্লান্ট ( বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ) যেখানে জাহাজের ইঞ্জিন ব্যাবহৃত হয়।
৩. গ্যাস টারবাইন পাওয়ার প্লান্ট—এ।
৪. বিভিন্ন ইঞ্জিন সাপ্লায়ার প্রতিষ্ঠানে যেমন—ক্যাটারপিলার, ম্যান, আটছিলা ইত্যাদি।
৫. বিভিন্ন ডকইয়ার্ড—এ ইত্যাদি।
শিপ বিল্ডিং টেকনোলজীতে কর্মসংস্থান:
১. বিভিন্ন জাহাজে।
২. বিভিন্ন ডকইয়ার্ড এবং শীপইয়ার্ড—এ।
৩. জাহাজের নকসা তৈরি করে এমন ডিজাইন হাউজ—এ ইত্যাদি।