Image

Welcome To

National Institute of Engineering & Technology (NIET)
Admission On Going Computer Technology  Electrical Technology Mechanical Technology Civil Technology Marine Technology Shipbuilding Technology Surveying Technology Automobile Technology Shipbuilding Technology Architecture Technology
Image Not Found
সিভিল ইঞ্জিনিয়ারিং এ কেন পড়বেন 
  • যেখানে র্বতমান বাংলাদশেে চাকররি এত অভাব সেখানে একমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং  ডিপার্টমেন্ট এর  চাহদিা সবসময় থাকে । 
  • বহঃিবশ্বিে সিভিল ইঞ্জনিয়িারদরে চাহিদা অনেক বেশী ।
  • নিজেকে উদ্দ্যোক্তা হিসাবে গড়ে তুলার জন্য এবং পাশাপাশি অন্যরে র্কমসংস্থান গড়ে তুলতে সাহায্য করে। 
  • NIET এর প্রাক্তন অনকে শিক্ষার্থী এখন সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পড়ে স্বাবলম্বী।
  • ছেলেদেরে পাশাপাশি অনকে মেয়েরা এই সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা  সর্ম্পূণ করে বিভিন্ন  প্রতিষ্ঠানে কর্মরত আছেন।  
  •  
NIET তে সিভিল ইঞ্জিনিয়ারিং এ কেন পড়বেন 
  • এখান থেকে ডিপ্লোমা করে DUET সহ দেশের অনেক সনামধন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বি. এস.সি করার সূর্বন সুযোগ।   
  • প্রত্যকেটি ক্লাস রুম শীতাতপ নিয়ন্ত্রিত এবং প্রজক্টেররে ব্যবস্থা আছে ।
  • র্পযাপ্ত ল্যাব ব্যবস্থা। 
  • যত্ন সহকারে গুরুত্ব দিয়ে সকল শিক্ষার্থীকে হাতে কলমে শিখানো হয়। 
  • বাংলাদশেরে সরকারি বিশ্ববিদ্যালয়ে থেকে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠ দান। 
  • বিশ্ব ব্যাংক থেকে বৃত্তি প্রদান করা হয়ে থাকে । 
  • অভিভাবকদের সাথে শিক্ষকদের সরাসরি আলোচনার ব্যবস্থা।  
  • সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিল্ডিং নির্মাণ,  রাস্তা নির্মাণ, শহর এর র্বজ্র পর্দাথ ও দূষিত পানি নিস্কাশন , কালর্ভাট ও  ব্রিজ নির্মাণ  বই এর পুথিগত বিদ্পাদ্যার পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানে পরিদর্শনের সুযোগ ।
  • র্কোস শেষে প্রতিষ্ঠান থেকে চাকরীর ব্যবস্থা।   
 
NIET এর সাফল্যঃ 
বাংলাদশেে বেসরকারি  পলিটেকনিকের মধ্যে স্বনামধন্য এবং বৃহত্তম একটি প্রতষ্ঠিান। NIET এর কিছু সাফল্য নিছে তুলে ধরা হলো-
  • ২০১৭, ২০১৮ সালে STEPএর কম্পিটিশনে ১ম স্থান অধিকার। 
  • আন্তঃ কলেজ প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকারি । 
  • ফ্রান্স, ইতালী, চীন, জাপানের মত উন্নত উন্নত দেশে র্কমরত আছে ।  
  • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং  এর একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় DUET সহ আরও সনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় আছেন। 
  • PWD,BWBD, MES, WASA ফায়ার সার্ভিস ইত্যাদি সরকারি চাকরীর পাশাপাশি বেসরকারি চাক্সরিতেও সাফল্যের সাথে এগিয়ে । 
ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ ক্ষেত্রঃ 
  • ভূ-সংস্থানিক জরিপ,  
  • কন্সট্রাকশন কাঠামোর নকশা প্রণয়ন ও বাস্তবায়ন, 
  • বাঁধ নর্মিাণ, 
  • নিরাপদ পানির অনুসন্ধান ও ব্যবহার,
  • বিল্ডিং এস্টিমেট ও ডিজাইন, 
  • রাজধানী উন্নয়ন র্কতৃপক্ষ র্কতৃক বাড়ি-ঘর  এর নকশা প্রণয়ন ও বাস্তবায়ন 
 
পাঠ্য বিষয়ঃ
  • সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটারিয়াল
  • কন্সট্রাকশন প্রসেস
  • সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রইং (ক্যাড)
  • ডিজাইন অফ স্ট্রাকচার
  • স্ট্রাকচারাল ম্যাকানিক্স
  • সার্ভেয়িং
  • থিওরি অব স্ট্রাকচার
  • জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • হাইড্রোলিক্স
  • হাইড্রলজি অ্যান্ড ওয়াটার রিসোর্সেস
  • এনভারন মেন্টাল ইঞ্জিনিয়ারিং
  • ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং ইত্যাদি।

Instructor

No Image

Rahim Bakaul

Instructor